সুলতান হাইথাম বিন তারিক বিন তৈমুরকে ওমানের নতুন সুলতান ঘোষণা

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুর পর দেশটির নতুন সুলতানের নাম ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ পূর্বে দেশটির বিশেষ কাউন্সিল ওমানের সুলতান হিসেবে সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের নাম ঘোষণা করেন।

এমএম/পাবলিকভয়েস

 

 

আরও পড়ুন

চলেগেলেন না ফেরার দেশে আধুনিক ওমানের কারিগর সুলতান কাবুস

মন্তব্য করুন