তিন দিনের মধ্যে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহার

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছেন তারা।

বুধবার (৮ জানুয়ারি) ক্যাম্পের মার্কিন অধিনায়কের কাছ থেকে এ চিঠি প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করে বলে মন্ত্রীর বরাত দিয়ে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ)।

প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহ বলেন, ‘ক্যাম্প আরিফজান থেকে এ ধরনের পত্র পাওয়া অপ্রত্যাশিত ছিল এবং বিস্তারিত তথ্যের জন্য আমরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত এলো।

এদিকে, ৫২টি এফ-৩৫এ যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় উতাহ অঙ্গরাজ্যের একটি ঘাঁটি থেকে ৫২টি সামরিক অস্ত্রে সজ্জিত যুদ্ধবিমানের বিশাল মহড়া চালানো হয়েছে।এফ-৩৫ মডেলের এই যুদ্ধবিমান অত্যন্ত দক্ষ ও শক্তিশালী। ‘যুদ্ধের মুখোমুখি হতে হবে’-শক্র বিমান এ বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের।

এই বিমানের গতি শব্দের গতির চেয়ে বেশি এবং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। উচ্চ প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে পাইলট ককপিটে থেকে বিমানের নিচে ভূমি পর্যন্ত সবকিছুর ছবি ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পারেন।

আই.এ/

মন্তব্য করুন