ইরানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেই ভূমিকম্প

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

যুক্তরাষ্ট্র সঙ্গে উত্তেজনা পরিস্থিতিতে ইরানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেই একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

দ্য হিন্দু জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৬.৪৯টায় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ রিখটার স্কেল।

মার্কিন ভূতত্ত্ব জরিপের প্রতিবেদনে জানা যায়, ইরানের দক্ষিণ-দক্ষিণপশ্চিম শহর বোরাঝানে ভূমিকম্পটির উৎপত্তি হয়।শহরটির ৫০ কিলোমিটারের ভেতরেই বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই ভূমিকম্প হওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।গত ডিসেম্বরেই ওই এলাকায় একই মাত্রার এবং একই গভীরতায় ভূকম্পন হয়েছিল বলে মার্কিন জরিপ জানায়।

ওয়াইপি/

মন্তব্য করুন