‘বিএনপি নেতাদের কথাবার্তায় পরাজয়ের সুর’

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

বিএনপির কথাবার্তায় পরাজয়ের সুর তাই তারা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় দলের কাউন্সিল পরবর্তী প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যেকোনো ইস্যুতে মিথ্যাচার করা বিএনপির পুরানো অভ্যাস।

বলেন, এ নির্বাচন নিয়ে, এ নির্বাচন হওয়ার আগেই তারা হেরে গেছে (বিএনপি)। তাদের কথাবার্তায় পরাজয়ের সুর। বিএনপি আন্দোলনেই পরাজিত, নির্বাচনেও তারা পরাজিত এটা তারা ভালো করেই জানেন এবং সেজন্য আজকে তারা কথা মালার চাতুরি, তাদের নির্বাচন হওয়ার আগেই সেটি সম্পর্কে আগাম বিষোদগার সরকারি দলকে, আগাম অভিযোগ সুলভ বিষোদগার সরকারি দলে বিপক্ষে করে যাচ্ছে।

ওয়াইপি/

মন্তব্য করুন