
ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের ব্যাপারে দৃশ্যত সতর্ক অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওই হত্যাকাণ্ডের পর নতুন করে সৃষ্ট উত্তেজনার মধ্যে কাতার সফর বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দল। মার্কিন ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
শীতকালীন অনুশীলন ক্যাম্প করতে কাতার যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের। তবে গত শুক্রবার ইরাকে মার্কিন হামলায় ইরান ও ইরাকের সামরিক কমান্ডাররা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের দৃশ্যপট বদলে যায়। ইরান ও ইরাকে ব্যাপকভাবে দানা বাধে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব। এমন পরিস্থিতিতে ৫ জানুয়ারি থেকে কাতারে শুরু হতে যাওয়া জাতীয় দলের ২০ দিনের অনুশীলন ক্যাম্প বাতিলের ঘোষণা দেয় মার্কিন ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কাতারে ছেলেদের জাতীয় দলের নির্ধারিত অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়েছে।’
কাতারের রাজধানী দোহার অ্যাস্পিয়ার অ্যাকাডেমিতে ৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ওই অনুশীলন হওয়ার কথা ছিল।
মার্কিন ফুটবল সংস্থা জানিয়েছে, বিকল্প ব্যবস্থা হিসেবে ৬ জানুয়ারি থেকে ফ্লোরিডা রাজ্যের ব্রাডেন্টনের আইএমজি অ্যাকাডেমিতে অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল। ক্যালিফোর্নিয়ার কার্সনে ১ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে তারা। এর আগে কাতারের অনুশীলন ক্যাম্পে ‘ক্লোজ ডোর’ ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এখন সংস্থাটি বলছে, আন্তর্জাতিক অন্য প্রীতি ম্যাচগুলো পরিকল্পনা অনুযায়ী চালিয়ে নেওয়া হবে।
মার্কিন ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের বিশ্বমানের সুবিধা ও আতিথেয়তার অভিজ্ঞা নিতে অদূর ভবিষ্যতে কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করার সুযোগ খুঁজছি আমরা।’ ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, শুক্রবার ভোরে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আল শাবির উপ-প্রধানসহ আট কর্মকর্তাকে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তেহরান। ওই হামলার পর তেহরান ও ওয়াশিংটনের মুখোমুখি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের ইরান-ইরাক ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ওয়াইপি/

