সুদানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ১৮

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে রয়েছে চার শিশু। খবর ‘রয়টার্স’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সুদানের পশ্চিম দারফুর রাজ্যে। এল জেনেইনা শহরের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দারফুর রাজ্যে সম্প্রতি বেশ কিছু জাতিগত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। ওই এলাকায় জরুরি সহায়তা দিতে যাওয়ার পথেই বিধ্বস্ত হয়েছে বিমানটি।

এই বিমান দুর্ঘটনায় সাত ক্রু, তিন বিচারক এবং আট বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সুদানের সেনা মুখপাত্র আমির মোহাম্মদ আল হাসান। তবে ঠিক কী কারণে অ্যান্তোনভ-১২ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

আই.এ/

মন্তব্য করুন