নারীকে আঘাত; ‘খারাপ উদাহরণে’র জন্য ক্ষমা চাইলেন পোপ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

নতুন বছরের আগের দিন সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বর উপস্থিত হয় হাজার হাজার জনতা। এসময় ভক্তদের সঙ্গে হাত মিলাচ্ছিলেন পোপ ফ্রান্সিস। হঠাৎ করেই এক নারী তার হাত ধরে হালকা টান মারলে  পোপ হতভম্ব হয়ে যান। বাম হাত দিয়ে ওই নারীর হাতে দুইবার চড় মারেন এবং নিজের হাত সরিয়ে নেন।

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পোপ ফ্রান্সিস কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে সরে আসছিলেন। এসময় একজন নারী পোপের হাত ধরে হালকা করে টান দেয়। আর এতেই বিরক্ত হয়ে যান পোপ। শুধু তাই নয় দুবার ওই নারীর হাতে চড়ও মারেন তিনি।

এরপরেরদিন নতুন বছরের শুরুর দিনে সেন্ট পিটার্স চত্বরে লাখ লাখ মানুষের সামনে ভাষণ দেন পোপ। এসময় তিনি ওই নারীর সঙ্গে ‘ধৈর্য হারিয়ে খারাপ উদাহরণ’ তৈরির জন্য ক্ষমা চান।

পোপ বলেন, ‘‘ভালবাসা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। কিন্তু অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। এমনকি আমি নিজেও…। গতকাল ধৈর্য হারিয়ে খারাপ উদাহরণ’ তৈরির জন্য ক্ষমা চাইছি।’’

আই.এ/

মন্তব্য করুন