শীতবস্ত্র বিতরণ করে নতুন বছর উদযাপন রাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: একটুখানি খাবার, সুন্দর পোশাক ও অসুস্থতায় সঠিক চিকিৎসার সুযোগ না পাওয়া অভাব গ্রস্থদের মুখে হাঁসি ফোটাতে নতুন বছরে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একঝাঁক শিক্ষার্থী।

বুধবার বিকেলে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে শিশু ও বৃদ্ধাদের মাঝে শীত নিবারণের জন্য তারা কম্বল বিতরণ করেন। এভাবেই নতুন বছরকে বরণ করেন শিক্ষার্থীরা। নতুন বছরকে ভিন্ন ভাবে উদযাপন করা ওই শিক্ষার্থীরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী এনায়েত রাজু, সম্রাট, মেসবাহ, কাওসার, শামীম, আশিক, রেবেকা, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক, বাংলা বিভাগের শিক্ষার্থী অসীম, রবিন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী মামুন।

নতুন বছরকে ভিন্নভাবে উদযাপন করার কারণ জানতে চাইলে এনায়েত রাজু বলেন, ছোট বেলা থেকেই বিভিন্নভাবে নতুন বছরকে উদযাপন করেছি। একজন মানুষ হিসেবে সুবিধাবঞ্চিতাদেরও নতুন বছরে চাওয়া-পাওয়ার কিছু বিষয় থাকে। সেই জায়গা থেকে আমরা কয়জন মিলে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে টাকা তুলে শীতবস্ত্র কিনে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যদি নিজ জায়গা থেকে সচেতন হই তাহলে তাদের দুঃখ কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

/এসএস

মন্তব্য করুন