
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি দাবি করেছেন, তাকে আটক করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত খবর থেকে জানা গেছে, দাদার কবরে যেতে চাইলেও শ্রীনগর পুলিশ তাকে ঘর থেকে বের হতে দেয়নি।
২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। সে সময় বিক্ষোভ দমনে আটক করা হয় সেখানকার শত শত নেতাকর্মীকে। এদের অনেককে এরইমধ্যে ছেড়ে দেওয়া হলেও এখনও আটক রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি আটক হওয়ার পর থেকেই কাশ্মির প্রশ্নে সরব হয়েছেন তার মেয়ে ইলতিজা।
ইলতিজা বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘আমার দাদার চতুর্থ মৃত্যুবার্ষিকীকে (৭ জানুয়ারি) সামনে রেখে আমি তার সমাধিতে যেতে চেয়েছিলাম। কর্তৃপক্ষের অনুমতি নিতে আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও ড্রাইভারকে পাঠিয়েছিলাম। তবে আমাকে যেতে দেওয়া হয়নি।’
উল্লেখ্য, ইলতিজার দাদা মুফতি মোহাম্মদ সাঈদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী ছিলেন। শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরের অনন্তনাগে তার সমাধি। ইলতিজা পিটিআইকে বলেছেন, ‘নাতনিকে দাদার কবরে যেতে না দেওয়া কি একটা অপরাধ নয়? আমি কি সেখানে পাথর নিয়ে বিক্ষোভ সংঘটিত করতে যাচ্ছিলাম?’। ইলতিজা মন্তব্য করেন, জম্মু-কাশ্মির প্রশাসন ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। তারা উপত্যকায় শান্তি চায় না।
এর আগেও উপত্যকার পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন মেহবুবা-কন্যা। সেপ্টেম্বরে মুম্বাইয়ে ইন্ডিয়া টুডের সাংবাদিক রাজদীপ সরদেশাইকে দেওয়া সাক্ষাৎকারে ইলতিজা ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তকে বিজেপির ‘ঔপনিবেশিক প্রকল্প’ আখ্যা দিয়ে বলেছিলেন, ‘জম্মু-কাশ্মির কি ভারতের উপনিবেশ? তারা (বিজেপি সরকার) দমনমূলক বাহিনীর দ্বারা নিপীড়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। কাশ্মির এখন গুজবের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে কোনও স্বাভাবিকতা নেই।’ সে সময় ইলতিজা বলেন, ‘কাশ্মিরিরা গত এক মাস ধরে খাঁচাবন্দি রয়েছে। উন্নয়নের সঙ্গে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের কোনও সম্পর্ক নেই।’
আই.এ/

