অযোধ্যায় মসজিদ নির্মাণের ৫টি জায়গা চিহ্নিত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য ৩ এলাকার মোট ৫টি জায়গা চিহ্নিত করেছে উত্তর প্রদেশ সরকার। প্রতিটি জায়গাতেই জমির পরিমাণ ৫ একর। মঙ্গলবার উত্তর প্রদেশ সরকার এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য বিকল্প জায়গা চিহ্নিত করেছে উত্তর প্রদেশ সরকার। এগুলো সম্পর্কে সুন্নি ওয়াকফ বোর্ডকে জানানো হবে। পরবর্তীকালে এই জায়গাগুলো থেকে পছন্দমতো একটি বেছে নিতে পারবে সুন্নি ওয়াকফ বোর্ড।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ২৭ বছর আগে যেখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই জমি আর তার লাগোয়া ১৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা হিন্দুদের দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই এলাকার বাইরে মসজিদের জন্য ৫টি জায়গা চিহ্নিত করেছে সরকার।

বাবরি মসজিদ রায়ে মসজিদ নির্মাণের জন্য দ্রুত স্থান নির্বাচনের নির্দেশ দেয় ভারতের শীর্ষ আদালত। একই সঙ্গে জমির মাপও বলে দেয়। আদালতের নির্দেশ মেনেই উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপ নিল।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর বাবরি মসজিদের ঐতিহাসিক রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত ওই জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয় আদালত। অন্যদিকে সরকারকে মসজিদের জন্য বিকল্প ৫ একর জমির বন্দোবস্ত করতে বলা হয়।

আই.এ/

মন্তব্য করুন