ইরাকে মার্কিন দূতাবাস ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা; দেওয়ালে আগুন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

ইরাকের জনপ্রিয় বেসামরিক বাহিনী হাশদ আশ শাবি’র কয়েকটি ঘাঁটিতে মার্কিন হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সেদেশের জনগণ। রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে জনতার ঢল নেমেছে। বিমান হামলার প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার বিক্ষোভকারী মার্কিন দূতাবাস ঘিরে রেখেছে। মঙ্গলবার নিরাপত্তার স্বার্থে মার্কিন রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাদের দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিক্ষুব্ধ জনতা মার্কিন পতাকা ও দূতাবাসের নিরাপত্তা দেওয়ালে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের অনেকের হাতে হাশদ আশ শাবির পতাকা শোভা পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন ইরাকি বিক্ষোভকারীরা। বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দূতাবাস এলাকা থেকে কুণ্ডুলি পাকানো কালো ধোঁয়া উড়ছে।

 এরইমধ্যে দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর এসেছে। রোববার সন্ধ্যায় ইরাকের জনপ্রিয় বাহিনী হাশ্‌দ আশ শাবির কয়েকটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলায় প্রায় ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়। ইরাকের সরকার ও রাজনৈতিক নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়েছেন।

ইরাক সরকার ওই হামলার পর সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে। ইরাক সরকার বলেছে, এই হামলার ফলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন বাহিনী সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন