
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। জনপ্রিয় বাহিনী হাশদ আশ শাবি’র কয়েকটি ঘাঁটিতে বিমান হামলায় হতাহতদের সম্মানে এ শোক ঘোষণা করা হয়েছে। এদিকে, মঙ্গলবার হামলায় নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। ইরানি গণমাধ্যমের খবর।
রোববার সন্ধ্যায় ইরাকের জনপ্রিয় বাহিনী হাশ্দ আশ শাবির কয়েকটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলায় ২৮ জন শহীদ ও ৫০ জন আহত হয়। শহীদদের মধ্যে হাশদ আশ শাবির একজন কমান্ডার এবং দুই জন উপ-কমান্ডার রয়েছেন। ইরাকের সরকার ও রাজনৈতিক নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়েছেন।
ইরাক সরকার ওই হামলার পর সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে। ইরাক সরকার বলেছে, এই হামলার ফলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন বাহিনী সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
আই.এ/

