কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২৩

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বেনি শহরে বিদ্রোহীদের হামলায় অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর হয়েছেন আরও বেশকিছু লোক। পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাতভর অঞ্চলটিতে হামলা চালিয়েছে এডিএফ বিদ্রোহীরা।

স্থানীয় প্রশাসক দোনাত কিবওয়ানা ‘এএফপিকে’ বলেন, এডিএফ বিদ্রোহীরা কঙ্গো এবং প্রতিবেশী রাষ্ট্র উগান্ডায় সক্রিয় রয়েছে। এবার তারাই হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীরা বেসামরিকদের ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, রাতভর সেখানে সংঘর্ষ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাছাড়া এখনো প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্রোহীরা গ্রামে ঢুকে প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি যেসব নারী ও মেয়ে শিশুরা এদের সামনে পড়েছে তখন তাদেরও নির্যাতন করা হয়। বিশ্লেষকদের মতে, ডিআর কঙ্গোর উত্তরাঞ্চলে আনুমানিক ১৬০টির অধিক বিদ্রোহী গোষ্ঠী রয়েছে বলে ধারণা করা হয়। যদিও এসব গোষ্ঠীর মোট সক্রিয় সদস্যের সংখ্যা ২০ হাজারের মতো।

আই.এ/

মন্তব্য করুন