
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্বত্য এলাকায় বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। বাকি এক আরোহীর কোনও সন্ধান পাওয়া যায়নি। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল সকালে তার খোঁজে আবারও তল্লাশি শুরু হবে।
বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী সাফারি হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। ট্যুর অপারেটর সংস্থাটি জানিয়েছে, তুষারপাত ও তীব্র বাতাসের কবলে পড়ার পর হেলিকপ্টারটি হারিয়ে যায়।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, সরু উপত্যকা, কম দৃষ্টিসীমা ও বৃষ্টিপাতের কারণে হেলিকপ্টারটির উদ্ধার তৎপরতা ব্যহত হয়।
হাওয়াইয়ের কাওয়াই এলাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান পর্যটন আয়োজন করে থাকে। কাওয়াই অঞ্চল একটি পার্ক এবং এর ৮০ শতাংশ এলাকাতেই মানুষের বসতি নেই। গত এপিলে ওই অঞ্চলে একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়।
আই.এ/

