৫০ বছর পূর্তি উদযাপন: সাজে-উল্লাসে আন্দোলিত তিতুমীর কলেজ

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারী তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। আজ শনিবার সকাল থেকেই (২৮ ডিসেম্বর) মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘আলোকিত ৫০ বছর উৎসব’র আয়োজন করে তিতুমীর কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

১০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন পর্ব চলে। যারা রেজিস্টেশন করেছে শুধুমাত্র তারাই এতে অংশগ্রহন করতে পারবে। সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীরাই রেজিস্ট্রেশন করে জমাকলো এ উৎসবের সাক্ষী হতে। শনিবার সকাল ৯:০০টা থেকেই মূল অনুষ্ঠান শুরু হয়।

সরকারি তিতুমীর কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগেই জানিয়েছেন, উৎসবের এ ডামাডোলে মধ্যমণি হয়ে পূর্ণতা দেবেন মাননীয় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। অনুষ্ঠানে উৎসবকে উপলক্ষ্য করে প্রকাশিত ম্যাগাজিন ‘ক্যাম্পাস প্রেস’ এর মোড়ক উন্মোচণ করবেন মহামান্য রাষ্ট্রপতি।

এন্টি বুথ থেকে এন্ট্রি কার্ড সংগ্রহ করে তারপর অনুষ্ঠানস্থলে প্রবেশ করে রেজিস্ট্রেশনকারীরা। আর অংশগ্রহণকারীরা সকলেই পাচ্ছেন বিভিন্নধরণের গিফট আইটেম। প্রথম পর্বের মূল অনুষ্ঠান শেষ হবে দুপুর ১টায়। এরপর দুপুরের খাবারের বিরতি।

খাবারের বিরতি শেষে শুরু হবে ২য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট, শুদ্ধস্বর কবিতা মঞ্চ, তিতুমীর নাট্যদল, স্কাউট তিতুমীর কলেজ গ্রুপ, বাঁধন তিতুমীর কলেজ ইউনিট এবং আদিবাসী ছাত্র সংগঠন অংশগ্রহনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অভিনয়, আবৃত্তি, ফ্যাশন শো, বিতর্ক, নৃত্য, শোবিজ, আদিবাসী সঙ্গীত-নৃত্য আর সঙ্গীতে মেতে উঠবে অনুষ্ঠান মঞ্চ। তারপর সন্ধা থেকে শুরু হবে অতিথী শিল্পী এবং ব্যান্ড দলের সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজন জুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগীতায় থাকবে বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট এবং রোভার স্কাউট সরকারি তিতুমীর কলেজ গ্রুপ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।

সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য সংগীত শিল্পি সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীর, রেজওয়ানা চৌধুরী বন্যা ও আরও অনেকে।

/এসএস

মন্তব্য করুন