
নেতৃত্বের প্রশ্নে আয়োজিত ভোটে বিজয়ী হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে দেশটির আগামী নির্বাচনে লিকুদ পার্টির নেতৃত্ব দেবেন তিনিই। ভোটে হেরে গেলে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাকে সরে দাঁড়াতে হতো। শুক্রবার এই ফল পাওয়া যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোটে বিজয়ী হওয়ায় মার্চের জাতীয় নির্বাচনে লিকুদ পার্টির নেতৃত্ব দেবেন তিনি। গত ২০ বছর ধরে লিকুদ পার্টিতে নেতানিয়াহুর আধিপত্য চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসা এই নেতার বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া এক বছরের মধ্যে দুটি জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন তিনি।
ফলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। নেতৃত্বের প্রশ্নে আয়োজিত ভোটে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন গিদেওন সার। প্রাথমিক ফল বলছে, সারকে বেশ ভালো ব্যবধানেই হারিয়েছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির মোট ৭১ শতাংশ ভোট পেয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে গিদেওন সার পেয়েছেন ২৯ শতাংশ ভোট।
অবশ্য আনুষ্ঠানিক ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজয়ী হওয়ার পর বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, বিশাল জয়! বিশ্বাস, সমর্থন ও ভালোবাসার জন্য লিকুদ পার্টির সদস্যদের ধন্যবাদ। সৃষ্টিকর্তা ও আপনাদের সহায়তায় আসন্ন নির্বাচনে লিকুদের জন্য বড় জয় নিয়ে আসব আমি এবং অভূতপূর্ব লক্ষ্য অর্জনে ইসরায়েলকে নেতৃত্ব দেব।
প্রসঙ্গত, ইসরায়েলে এক বছরের মধ্যে এরই মধ্যে ২ বার জাতীয় নির্বাচন হয়েছে। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি। ফলে মার্চে দেশটিতে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আই.এ/

