
লিবিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
বুধবার (২৫ ডিসেম্বর) আকস্মিক সফরে প্রেসিডেন্ট এরদোগান তিউনিসিয়া পৌঁছান এবং দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদের সঙ্গে আলোচনা করেন।
এরপর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তিনি বিশ্বাস করেন লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিউনিসিয়া মূল্যবান এবং গঠনমূলক অবদান রাখতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব লিবিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে।
এর আগে তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে রজব তাইয়্যেব এরদোগান তিউনিশিয়ার সফরে গেছেন। এ সফরে তুরস্কের গোয়েন্দা প্রধানও সঙ্গে রয়েছেন। তবে এরদোগানের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে তার সফরের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু বলা হয় নি।
লিবিয়ার সাম্প্রতিক ঘটনাবলীতে তুরস্ক অনেকটা ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছে। কিছুদিন আগে আঙ্কারা সরকার জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকারের সঙ্গে একটি সামরিক চুক্তি সই করেছে।
আই.এ/

