
আফগানিস্তানের তালেবাননের হাতে আমেরিকার আরও একজন সেনা নিহত হয়েছে। সম্প্রতি আমেরিকা এবং তালেবান নেতাদের মধ্যে শান্তি আলোচনা চলছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মার্কিন সামরিক বহরে তালেবান হামলা চালালে ওই মার্কিন সেনা নিহত হয়। তালেবান ও আমেরিকার মধ্যে অচল হয়ে পড়া কথিত শান্তি আলোচনা নতুন করে শুরু করার দুই সপ্তাহের মধ্যে এ হামলা হলো।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গতরাতে তালেবান কুন্দুজ প্রদেশের চর দারা এলাকায় মার্কিন সেনাদের একটি গাড়ি উড়িয়ে দেয়। এতে একজন সেনা নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন মার্কিন ও আফগান সেনা আহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীও তাদের একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
আই.এ/

