সুনামগঞ্জের তাহিরপুরে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি তাহিরপুর উপজেলার গণমিছিল সম্পন্ন 

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

এম সালমান আহমদ সুজন (তাহিরপুর, সুনামগঞ্জ)

আজ ১৩ নভেম্বর, রোজ: বৃহস্পতিবার, বাদ আছর স্থানীয় বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ নভেম্বর ২০২৫ইং সোহরাওয়ার্দী উদ্যানের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার জন্য গণমিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল পরবর্তী সমাবেশে মিলিত হন। সমাবেশে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি তাহিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, এম সালমান আহমদ সুজন এর পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল কাইয়ুম, তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু দুংখের সাথে বলতে হয় ৯২% মুসলমানদের দেশ বাংলাদেশ অথচ কাদিয়ানীদেরকে আজো বাংলাদেশে অমুসলিম ঘোষণা করা হয়নি। তাই আগামী ১৫ নভেম্বর খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে আন্তর্জাতিক মহাসম্মেলনে দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে অংশ গ্রহণ করার জন্য আহবান জানান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা আশরাফ আলী আজমান, মাওলানা মমতাজ আহমদ দুলাল, এইচ এম ইসমাঈল হোসেন, মাওলানা নুরুজ্জামান, মুহাম্মদ মাজহারুল ইসলাম, ইউসুফ আল-মামুন প্রমুখ।

মন্তব্য করুন