মালয়েশিয়ার সম্মেলনে অংশগ্রহণ না করায় সমালোচিত ইমরান

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কুয়ালালামপুর সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ইমরান তাতে সাড়া দেননি।

এতে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কুয়ালালামপুর সামিটে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানসহ মুসলিম বিশ্বের অনেক প্রতিনিধি অংশ নেন। ধারণা করা হচ্ছিল, ইমরানও তাতে যোগ দেবেন।  কিন্তু শেষ পর্যন্ত সম্মেলনে যোগ দেননি তিনি।

এরপর থেকেই ইমরান খানের সমালোচনা হচ্ছে। এবার সমালোচনার মিছিলে যোগ দিল পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টি। সম্মেলনে ইমরান খান যোগ না দেওয়ায় পিএমএল-এন এর নেতা আহসান ইকবাল বলেন, মাহাথির জানতেন না যে ইমরান খান এত ইউ-টার্ন নেন।

প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর কুয়ালালামপুর সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। কিন্তু শেষ মুহূর্তে তিনি এই সফর বাতিল করেন। শুক্রবার ইমরানের এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। সেখানে বলা হয়, সৌদি আরবের হুমকির কারণেই সম্মেলনে ইমরান খান যোগ দেননি বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান বলেন, সম্মেলনে যোগ দিলে পাকিস্তানের ওপর অর্থনৈতিক চাপ তৈরির হুমকি দেয় সৌদি। এ কারণে সম্মেলন থেকে শেষ মুহূর্তে সরে যান ইমরান।

আই.এ/

মন্তব্য করুন