বিক্ষোভে ভারতীয় পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

মোটরবাইকের আগুন থিতিয়ে এসেছে খানিকটা। তবে দাউ দাউ করে জ্বলছে দু’টি গাড়ি। উল্টো দিক থেকে তখনও ইটের টুকরো এসে পড়ছে রাস্তায়। সেফটি জ্যাকেট ও হেলমেট পড়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ।

বিক্ষোভকারীদের হঠাতে ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। তার মধ্যেই বন্দুকের ‘সেফটি ল্যাচ’ খুলে সামনের দিকে ছুটে গেলেন এক অফিসার।

আর পড়ুন উত্তপ্ত বিহার ও উত্তরপ্রদেশ; বিক্ষোভে নিহত বেড়ে ১৬

পিছন থাকা পুলিশদের মধ্যে থেকে তখন উড়ে আসছে, ‘‘মেরে ফেল সবক’টাকে।’’ সে কথা কানে যেতেই ট্রিগারে চাপ দিলেন তিনি।

ফেসুবক টুইটারে এই ভিডিও ভাইরাল হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন