বিশ্বে সব ধর্মের সমান স্বাধীনতা চায় আল আজহার

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
আহমদ তাইয়েব

এমন একটি দিন আসবে যেদিন বিশ্বের প্রান্তে প্রান্তে সব ধর্মের জন্য সমান স্বাধীনতা নিশ্চিত হবে, আর সবক্ষেত্রে সর্বধর্মীয় এই স্বাধীনতা আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত হবে-এই প্রত্যাশার কথা জানিয়েছে বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়।  ২০ ডিসেম্বর আল আহরাম অনলাইনের এক প্রতিবেদনে এখবর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব মানবীয় সংহতি দিবস উপলক্ষে আল আজহারের প্রক্টর ও গ্র‍্যান্ড ইমাম আহমাদ আত তাইয়িব এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন। মিসরের প্রধান এই ধর্মীয় ব্যক্তিত্ব বিশেষ এই দিনে ধর্মীয়ভাবে নিপীড়িতদের সঙ্গে সংহতি জনাতে বিশ্ববাসীকে আহবান জানান।

তিনি বলেন, এটা বাস্তবায়ন হলে সর্বধর্মীয় স্বাধীনতা অর্জনের পথ সহজ হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যার যার দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদ হিসেবে বিবেচনা করে তাদের মাধ্যমে দেশ ও জাতির উপকার অর্জনের জন্যও বিশ্ব নিয়ন্ত্রকদের আহবান জানায় আল আজহার। বর্তমানে বিশ্বের নানাপ্রান্তে ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষের ওপর চলমান নিপীড়নে প্রাচীন এই বিদ্যাপীঠ খুবই দুঃখিত বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

ধর্ম মানুষের সুখের জন্য এসেছে জানিয়ে ডক্টর আহমাদ আত তাইয়িব এই দিনটির গুরুত্ব অনুধাবনের জন্য সবার প্রতি গুরুত্বারোপ করেন। বলেন, এই দিনে আমরা পরস্পরে সংহতির মধ্যে দিয়ে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে সবরকমের সহিংসতা হত্যা ও বৈষম্য দূর করার শপথ নিতে পারি।

আই.এ/

মন্তব্য করুন