
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্দ আশ-শাবির একজন কমান্ডারকে আটক করেছে মার্কিন বাহিনী। হাশ্দ আশ-শাবি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরাকের সরকারি বাহিনীকে সবসময় সহযোগিতা করেছে এসেছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অভিযান চালিয়ে হাশ্দ আশ-শাবির কমান্ডার নাসির আল-ওবাইদিকে আটক করে মার্কিন বাহিনী, তবে তার আটকের কারণ জানাতে অস্বীকার করেছে মার্কিন সেনারা।
আনবার প্রদেশের হাশ্দ আশ-শাবির একটি সূত্র ইরাকের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে খান আল-বাগদাদি শহরে মার্কিন সেনাদেরকে হেলিকপ্টার থেকে নামানো হয় এবং এসব মার্কিন সেনা নাসির আল-ওবাইদিকে আটক করে।
খান আল-বাগদাদি শহরটি আইন আল-আসাদ বিমানঘাঁটির কাছে অবস্থিত। এ ঘাঁটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে। হাশ্দ আশ-শাবির সূত্রটি জানিয়েছে, ওবাইদি হচ্ছেন হাশ্দ আশ-শাবির একজন প্রখ্যাত কমান্ডার।
ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের অবসান দাবিতে গত সপ্তাহে হাশ্দ আশ-শাবির হাজার হাজার সমর্থক রাজধানী বাগদাদে সমাবেশ করেন। এর আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় হাশ্দ আশ-শাবির কয়েকজন নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
আই.এ/

