জেঁকে বসলো শীত

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
ছবি: সংগৃহীত

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

বাংলাদেশের সব জেলায় আগেভাগে শীত এলেও রাজধানীতে এল গতকাল বুধবার। শুধু রাজধানী নয়, গতকাল একসঙ্গে দেশজুড়েই বেড়েছে শীতের প্রকোপ। গতকালের মতো আজ বৃহস্পতিবার সকালেও দেখা যায়নি সূর্যের মুখ। ঠাণ্ডা বাতাসে কাবু ও কাতর হয়ে পড়ছেন সাধারণ মানুষ। প্রচণ্ড শীতের কারণে ঘরের বাইরে বের হতে পারছেন না শ্রমজীবীরা। ঠাণ্ডায় জড়োসড়ো হয়ে পড়েছেন পথের ধারে থাকা ছিন্নমূল মানুষগুলো।

ধুলো আর কুয়াশায় চারপাশে শীতের আবহ তৈরি হয়েছে। শীতকাল বেশ কয়েক দিন আগে শুরু হলেও গতকাল পর্যন্ত রাজধানীবাসী কম্বল কিংবা কাঁথা বের করার কথা ভাবেননি। কিন্তু শীত জেঁকে বসায় পোশাকে পরিবর্তন এনেছেন রাজধানীবাসী।

রিকশা টেম্পুর চেয়ে বাস গাড়িতে বেশি চলাচল করছেন মানুষ। কোথাও কোথাও বস্তিবাসীরা গ্রামের মতো আগুন প্রজ্জ্বলিত করে শীত নিবারণ করছেন। আবাল বৃ্দ্ধ বাচ্চা সবাই একসঙ্গে গোল হয়ে বসে পোহাচ্ছে আগুন। ঘর থেকে না একান্ত প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আজ সকালে অন্যদিনের চেয়ে রাজধানীর রাস্তাঘাটে মানুষের আনাগোনা একটু কম ছিল। অবশ্য একটু বেলা হলেই কাজের তাগিদে বেরিয়ে পড়েন সবাই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোরে রাজধানীতেই তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা যে হারে বাড়ছে, সে হারে গতিবেগ বাড়তে থাকলে তীব্র শীতে ঢাকা থাকবে রাজধানী। সে ক্ষেত্রে উত্তরের জেলাগুলোয় শীতের তীব্রতা আরও প্রকট হবে।

এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আকাশ অধিকাংশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার সন্ধ্যায়ও ছিন্নমূল মানুষগুলোকে পথের ধারে খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এরইমধ্যে বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।

এদিকে, আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তাই এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। এ মাসের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আই.এ/

মন্তব্য করুন