নাগরিকত্ব আইন মুসলিমদের জীবনে প্রভাব ফেলবে না: দিল্লির শাহি মসজিদের ইমাম

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

নাগরিকত্ব সংশোধনী বিলের পাস হওয়ায় ভারতজুড়ে চলছে প্রতিবাদ। আসাম কলকাতাসহ প্রায় সব রাজ্যগুলোতে বিক্ষোভ করছে আমজনতা। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়েও এই বিলের প্রতিবাদ করেছে আন্দোলনকারীরা।

এরই মধ্যে ভারতের বির্তকিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ যাতে নিয়ন্ত্রণের গণ্ডি না ছাড়ায় তার জন্য আবেদন জানালেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। পাশাপাশি তিনি মন্তব্য নাগরিকত্ব আইন ভারতীয় মুসলিমদের জীবনে কোনও রকম প্রভাব ফেলবে না। এই আইন নিয়ে সবাইকে ভয় না পেতে অনুরোধও করেন তিনি।

দিল্লির  শাহি জামা মসজিদের ইমাম বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র মধ্যে পার্থক্য রয়েছে। সিএএ আইনে পরিণত হয়েছে কিন্তু এনআরসি শুধুমাত্র ঘোষিত হয়েছে, আইনে পরিণত হয়নি। নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এই আইনের কারণে ভারতীয় নাগরিকত্ব পাবে না। ভারতীয় মুসলিমরা যেমন আছেন, তেমন থাকবেন।’

তিনি আরও বলেন, ‘প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করা থেকে আমাদের কেউ থামাতে পারবে না।’ ‘তবে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।’

এদিকে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং লাখনৌয়ের দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলমান রয়েছে। এ ঘটনায় সারা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এর প্রভাব দেখা যায় দেশটির ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দেও।

আই.এ/

মন্তব্য করুন