আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারে নিহত ১০

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন সদস্য।

সরকারি কর্মকর্তাদের বরাতে ইরানি গণমাধ্যম ‘প্রেস টিভি’ জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে পরিবারটিকে বহনকারী একটি গাড়ির ধাক্কায় বোমাটি বিস্ফোরিত হয়। তারা অন্য এক জনের দাফন অনুষ্ঠানে অংশ নিতে পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে যাচ্ছিলেন।

এ দিকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র তালিব মঙ্গল ফরাসি বার্তা সংস্থা ‘এএফপিকে’ বলেছেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশু রয়েছে। তাছাড়া আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রাহিমি জানান, সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান জঙ্গিরাই পরিকল্পিতভাবে সড়কের পাশে বোমাটি পুঁতে রেখেছিল।

যদিও ভয়াবহ এই হামলাটির বিষয়ে এখনো তালিবানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।এর আগে গত শুক্রবার অঞ্চলটির গজনি প্রদেশের একটি সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে চার নারী ও এক শিশুসহ অন্তত ১০ জনের প্রাণহানি হয়। এতে আহত হন আরও বেশকিছু লোক বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমটি।

আই.এ/

মন্তব্য করুন