চবির সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী ১৯ ও ২০ ডিসেম্বর

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে দুই দিনব্যাপী এ উৎসবে দেশ-বিদেশ থেকে আগত সাবেক ও বর্তমান প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবেন এ মিলনমেলায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস, বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ ও রজতজয়ন্তী উদযাপন মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক উত্তম সেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় দুই দিনব্যাপী আয়োজিত রজতজয়ন্তীর প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠান উদ্বাধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

রজতজয়ন্তীতে বিভাগের প্রথম বর্ষ থেকে এমএসএস পরীক্ষায় অংশ নেয়া প্রথম স্থান অর্জনকারী ছয় শিক্ষার্থী এবং বিভাগের সাবেক তিন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হবে। দুপুর আড়াইটায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে ব্যান্ড দল ‘বে অব বেঙ্গল’র পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের উদযাপন।

রজতজয়ন্তীর দ্বিতীয় দিন শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় পর্ব। মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় ব্যান্ড দল ‘আভাস’র পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে শেষ হবে রজতজয়ন্তী উদযাপন।

আই.এ/

মন্তব্য করুন