লালপুরের বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানকে ইসলামী আন্দোলনের সংবর্ধনা

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ ই ডিসেম্বর রাজধানীর পল্টনে ‘বিজয়ের সুফল অর্জনে আমাদের করণীয়’-শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নাটোরের লালপুর উপজেলার ১ জন সহ দেশের বেশ কয়েকজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর।

নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খালেকুজ্জামান বিডিআর (অব.), বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মরোণত্তর সংবর্ধনা দেয়া হয় নরসিংদীর মরহুম মেহের উদ্দিন চেয়ারম্যানের পক্ষে তার ছেলে আরিফ মেহের উদ্দিনকে সহ প্রায় ৩০ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

এসময় প্রিন্সিপাল মাদানী বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরও আমাদেরকে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে হোচট খেতে হয়। যা স্বাধীন জাতি হিসেবে এটা বড়ই লজ্জাজনক।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কি আশা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন আর আজ কেমন দেখছেন তারা এদেশকে? সর্বত্র আজ আতঙ্ক, খুন-গুম, ধর্ষণ, টেন্ডারবাজিতে ভরে গেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে বারবার। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না করা হলে, তাদের দীর্ঘঃশ্বাসেই আমাদের উপর গজব পতিত হবে। অবিলম্বে ভূয়া ও দলিয় মুক্তিযোদ্ধা মুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে তাদের যথাযোগ্য মর্যাদা দেয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা নেসার উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারী শিক্ষক নেতা এবিএম জাকারিয়া, নগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।

/এসএস

মন্তব্য করুন