ম্যাচের কাঠি দিয়ে রিকশাওয়ালার দেওয়া আগুনে দগ্ধ পথশিশুর অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

গতকাল সোমবার রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী এক পথশিশুর গায়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে শিশুটির গায়ে আগুন দেয় এক রিকশাওয়ালা। এতে তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শিশুটির নাম সেলিম। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। জানা যায়, এক রিকশাওয়ালা শিশুটির গায়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে এখনো পর্যন্ত রিকশাওয়ালা পরিচয়ও জানা যায়নি।

বার্ন ইউনিটের চিকিৎসক তরিকুল ইসলাম সোমবার রাতে জানান, আগুনে পোড়া শিশুটির দেহের ২৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে পোড়া শিশুটিকে বিকাল সাড়ে ৪টার পর একজন লোক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কী কারণে কোন ব্যক্তি শিশুটির গায়ে আগুন দিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও জানতে পারেনি পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আগুনে পোড়া শিশুটি জানিয়েছে– অজ্ঞাতপরিচয় এক রিকশাওয়ালা তার গায়ে আগুন দিয়েছে। ম্যাচের কাঠি দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এর সত্যতা যাচাই করার জন্য কমলাপুর ও ফকিরাপুল এলাকার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি জানান, শিশুটি নিজের নাম ছাড়া তার বাবা-মা কিংবা তার বাড়ির কোনো ঠিকানা জানাতে পারেনি। তবে শিশুটি কমলাপুর রেলস্টেশন এলাকায় থাকত। সে পথশিশু।

/এসএস

মন্তব্য করুন