
টাঙ্গাইলের মির্জাপুর বোরকা পড়ে মাদরাসাছাত্রীদের কুচকাওয়াজে অংশগ্রহণ দৃষ্টি কেড়েছে বিজয় উদযাপনে। গতকাল সোমবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
সোমবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় মনোজ্ঞ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশ্রহণ করে। আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে বিজয় দিবসের অনুষ্ঠানে।
এসয় মাদরাসার নারী শিক্ষার্থীরা বোরকা পরে কুচকাওয়াজে অংশগ্রহণ সকলের দৃষ্টি কাড়ে। বোরকা পড়ে কুচকাওয়াজে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ও প্রশংসিত হয়।
এর আগে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।
দুপুর ১২টায় একই মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে তাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
/এসএস

