ভোলায় আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের বিজয় র‌্যালি

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

ভোলা প্রতিনিধি: রাজাকার যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করেছে ভোলা জেলা আওয়ামী লীগ। উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের এ র‌্যালিটি সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগে কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বাংলা স্কুল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যলিতে ভোলা জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সা্ংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো:ইউনুছ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালী করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ভোলা জেলা শাখা। সোমবার বেলা ১১টার দিকে শহরের নতুন বাজার সংগঠনটির দলীয় কার্যলয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যলয়ে এসে পরে সেখান থেকে আওয়ামী লীগের র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশহগ্রহন করেন। র‌্যালিতে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভোলা জেলা সভাপতি শহিদুর রহমান জিল্লু ও সাধারণ সম্পাদক আনোয়ার পাশা বিপ্লবের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উপদেষ্ঠা আনোয়ার হোসেন শামিম, যুগ্ম সম্পাদক সরোয়ার ডালিম, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম জিলন, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান পালোয়ান, সাধারণ সম্পাদক মো. লিটন, ভোলা পৌর সভাপতি আল আমিন মুন্সি ও সাধারণ সম্পাদক মো. মুনসুর প্রমূখ।

/এসএস

মন্তব্য করুন