সিরিয়ার তেল ক্ষেত্রে আমেরিকার বিশাল সামরিক বহরের প্রবেশ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

কঠোর নিন্দা এবং প্রতিবাদ সত্ত্বেও আমেরিকা একটি বিশাল সামরিক বহর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেল ক্ষেত্রগুলোতে পাঠিয়েছে। রাশিয়া, সিরিয়া এবং ইরানসহ বহু দেশ আমেরিকার এ তৎপরতাকে তেল লুটপাটের প্রচেষ্টা বলে মন্তব্য করেছে। রোববার ইরাক থেকে আমেরিকা তার একটি বিশাল সামরিক বহরকে সিরিয়ার হাসাকা এবং দেইর আজ-যোর প্রদেশে পাঠিয়েছে।

সিরিয়ার সরকার পরিচালিত আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, মার্কিন সামরিক বহরে কথিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এবং কুর্দি গেরিলা গোষ্ঠীগুলোর জন্য নানা ধরনের সরঞ্জাম নেয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মার্কিন সামরিক বহরে ভারী পিকআপ, অ্যাম্বুলেন্স এবং প্রচুর পরিমাণ জ্বালানি তেল নেয়া হয়েছে।

গত এক মাসের কম সময়ের মধ্যে এই নিয়ে আমেরিকা দ্বিতীয় দফা সিরিয়ায় সেনা মোতায়েন করল। চলতি মাসের প্রথমদিকে মার্কিন সেনাবাহিনী সিরিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে। সে সময় তাদের সাথে ছিল আর্মার্ড ভেহিকেল, পিকআপ, নির্মাণ কাজ ও তেলকূপ খননকাজের নানা যন্ত্রপাতি।

সিরিয়া থেকে দফায় দফায় সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবর মাসে জানান, সিরিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তার জন্য আমেরিকার বেশ কিছু সেনা সিরিয়ায় থাকবে।

আই.এ/

মন্তব্য করুন