বিএনপির বিজয় র‌্যালিতে লাঞ্ছিত পুলিশ পরিদর্শক

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

নারায়ণগঞ্জে বিজয় দিবসে বিএনপির র‌্যালি থেকে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনকে রীতিমত মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেছে দলটির নেতাকর্মীরা। অপরদিকে মহানগর বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের র‌্যালিতে পুলিশের সঙ্গে ধাওয়া ও লাঠিচার্জের ঘটনাও ঘটেছে।

পুলিশ এ সময় ছাত্রদলের ৩ কর্মীকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টায় মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুসারী নেতাকর্মীরা প্রজন্ম ৭১ নামের একটি সংগঠনের ব্যানারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করে।

মিছিলটি ২নং রেল গেট এলাকাতে পৌঁছালে পুলিশ বাধা দিলে সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীনের ওপর চড়াও হয় মিছিলকারীরা। এ সময় উত্তেজিত কর্মীরা পরিদর্শক জয়নালকে ঘাড় ধাক্কা দিয়ে মিছিলের সামনে থেকে সরিয়ে দিয়ে পেছন থেকে কিল ঘুষি মারতে থাকে এবং পোশাক ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ আসলে মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বেলা ১১টার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। এ সময় র‌্যালি থেকে খালেদা জিয়ার মুক্তি ও জিয়াউর রহমানের নামে বিভিন্ন শ্লোগান দিয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিজয়স্তম্ভে ফুল দিয়ে পুনরায় মিশনপাড়া মোড়ে পৌঁছলে পিছন থেকে ধাওয়া দিয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ।এতে নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ এসময় মহানগর ছাত্রদলের কর্মী রাকিব হোসেন (৩০), মো. মামুন (২০) ও স্বপন মিয়াকে (২০) আটক করে।

আই.এ/

মন্তব্য করুন