জাবিতে বিজয় দিবসে ছাত্রলীগের ঘুড়ি উৎসব

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের আয়োজনে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ।

উদ্বোধনকালে হল ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মহান বিজয় দিবসের যে চেতনা, বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবাদ আর এর মধ্যে গড়ে ওঠা বাঙালি জাতির স্বাধীনতার যে আকাঙ্খা তা পূরণ হয়েছে মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তিনি একটি জাতিকে স্বাধীনতা উপহার দিতে পেরেছেন যে কারণে তাকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তাকে জায়গা দেওয়া হয়েছে কারণ ভাষার চেয়ে স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাঙালী জাতি বিশ্বের মানচিত্রে যে একটি স্বাধীন জাতি এই অনুভূতিটাই হলো আজকের বিজয় দিবসের অনুভূতি। আজকের এই দিনে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আর বিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগের এমন ভিন্নধর্মী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক আব্দুছ ছাত্তার, ড. তারেক হোসেন। এছাড়া শাখা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক শাহরুখ শাহরিয়ার সৌমিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের অন্যতম নেতা ইয়াছিন আহমেদ, শাখা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, রনি আহমেদ, আবদুল্লাহ আল আজিম (সহ-সম্পাদক), তানজিলুল ইসলাম (সহ-সম্পাদক), হাবিবুর রহমান লিটন (সহ-সম্পাদক) প্রমুখ ও হল ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

আই.এ/

মন্তব্য করুন