দীর্ঘদিনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আল্লামা আনোয়ার শাহ

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা শেষে ফিরলেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহা-পরিচালক, বেফাকুল মাদারিসের সিনিয়র সহ-সভাপতি, দেশের শীর্ষস্থানীয় মুরুব্বী আল্লামা আযহার আলী আনোয়ার শাহ। আজ শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

খাদ্যনালীতে টিউমারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের পাই থাই নাওয়ামিন ইন্টারনেশনাল হসপিটালে দীর্ঘ দুইমাস যাবৎ চিকিৎসাধীন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ–এর মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।

তার এই দীর্ঘ চিকিৎসা সফরে উনার সাথে ছিলেন ছোট ছেলে আনজার শাহ তানিম ও ছোট মেয়ের জামাতা জালালুর রহমান এবং তার ভাই জামিয়া ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশিদ।

উল্লেখ্য, এর আগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহর খাদ্যনালীতে টিউমার দেখা দিলে গত ১০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারের একটি ফ্লাইটে তিনি উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। সেখানে প্রায় দীর্ঘ দুই মাস যাবৎ চিকিৎসাধীন শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেন।

বার্তা প্রেরক আব্দুল্লাহ আল মুবিন

আই.এ/

মন্তব্য করুন