পা পিছলে পড়ে গেলেন মোদি (ভিডিও)

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

গঙ্গা ঘাটে পা পিছলে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়ে গিয়ে হাত দিয়ে নিজেকে সামলে নিতে না পারলে হয়ত বড় ধরণের  দুর্ঘটনাও ঘটতে পারত। শনিবার (১৪ ডিসেম্বর) কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে নদী ঘুরে দেখার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এখবর দিয়েছে।

খবরে বলা হয়, গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার জন্য সিঁড়ি দিয়ে উঠছিলেন। এ সময় হঠাৎ বাঁ পায়ের পাতা শেষ সিঁড়িতে আটকে যাওয়ায় সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েন মোদি। মুহূর্তেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সদস্যরা ছুটে আসলেও তার আগেই নিজের হাত দিয়ে কোন রকমে পতন সামলে নেন মোদি।

ভারতে নাগরিকত্ব বিল নিয়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে গঙ্গার ঘাটে মোদির এই পপাত ধরণীতলকে অনেকে ইঙ্গিত হিসেবে দেখছেন। মোদির লৌহ কঠিন ব্যক্তিত্বে এই পা হড়কে যাওয়াকে রাজনৈতিক টেনশনের প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে দেখা গেছে মোদী-বিরোধীদের।

আই.এ/

মন্তব্য করুন