
সাব্বির আহমেদ,ববি: খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে অনশনরত এক শ্রমিকের মৃত্যুতে হয়েছে।উক্ত ঘটনা কেন্দ্র করে ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় অনশনরত পাটকল শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ ও শ্রমিক মৃত্যুর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজী, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিসা মুনতাজ, তমাল, সিয়াম ও রাকিব মাহমুদ।
বক্তব্যে তারা শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছেন। তারা আরো বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি শক্তি শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা করলে সাধারন শিক্ষার্থীরাও কোনো প্রকার ছাড় দেবে না। ‘পি পি পি’ এর কোনোরকম অন্যায় মেনে নেয়া হবে না এবং যতদ্রুত সম্ভব শ্রমিকদের দাবী মেনে নিতে হবে।” এছাড়া শিক্ষার্থীরা মৃত শ্রমিকদের ‘বাবা’ সম্বোধন করে। পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা।
আই.এ/

