শত্রুরা কখনোই অশুভ উদ্দেশ্য হাসিল করতে পারবে না: ইরান

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি বলেছেন, শত্রুরা নিষেধাজ্ঞার মাধ্যমে কখনোই তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে পারবে না। শুক্রবার জুমার নামাজের খুতবায় এ কথা বলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

জুমার নামাজের খতিব আরও বলেন, শত্রুরা ইরানের অর্থনৈতিক ক্ষতি করতে সব ধরণের ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু তারা সফল হতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে তিনি জনগণের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আজকের জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা আমেরিকার বিদ্বেষী নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ইসলাম ভিত্তিক স্বাধীনচেতা নীতি অনুসরণ করার কারণে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওষুধ আমদানিতেও তারা বাধা সৃষ্টি করছে।

আই.এ/

মন্তব্য করুন