চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত ৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর সরল গ্রামে অগ্নিকান্ডে ২ পরিবার নিঃস্ব হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর)  ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী শাখার নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং  ক্ষতিগ্রস্ত ২ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা সেক্রেটারী: মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, সরল ইউনিয়ন পশ্চিম শাখা সহ-সভাপতি: মাওলানা আহমদুর রহমান, সেক্রেটারী: মাওলানা মাহমুদুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা আমান উল্লাহ হাসান, সেক্রেটারী, মাওঃ মুফতী কেফায়তুল্লাহ, সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুনিরুল ইসলাম, যুব আন্দোলন সরল শাখা সভাপতি: মাওলানা মনছুর উদ্দীন, সেক্রেটারী: মাওলানা আব্দুল কাদের, ইশা ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি: মুহাম্মদ আব্বাস উদ্দীন, সরল শাখা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।

আই.এ/

মন্তব্য করুন