কখনোই উন্নত হবে না রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ক: ল্যাভরভ

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কখনোই উন্নত হবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মস্কোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর ‘রাশিয়া টুডে’।

২৪ ঘণ্টারও কম সময়ের জন্য মঙ্গলবার (১০ ডিসেম্বর) আমেরিকা সফরে যান ল্যাভরভ। ওই সংক্ষিপ্ত সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গেও সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে মস্কো ফেরার পর এক সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ বলেন, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তবে এই আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গেও আলাপ হয়েছে আমার। কিন্তু ট্রাম্প কিংবা পম্পেও কেউই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চান না। সত্যি বলতে, এ ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। আর এভাবে চলতে থাকলে মার্কিনিদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কখনোই উন্নত হবে না।

তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইরাক পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার তীব্র মতপার্থক্যের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকার বিরোধিতা সত্ত্বেও ওই তিন দেশের জনগণের পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

আই.এ/

মন্তব্য করুন