ইসলামের মর্মার্থ অনুধাবনে তাফসীর অধ্যয়নের বিকল্প নেই: ড. খালিদ হোসেন

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

মুহাম্মদ ইকরামুল হক, বিশেষ সংবাদদাতা: ‘ইসলামের মর্মার্থ অনুধাবনে তাফসীর অধ্যয়নের বিকল্প নেই। শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন তেলাওয়াত, অর্থ অনুধাবন ও খোদায়ী আহকামের প্রতিপালন আল্লাহ তায়ালার রহমত প্রাপ্তির পূর্বশর্ত’।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর’১৯) নরসিংদী রায়পুরা সিকদারপাড়া মাদরাসাতুল কুরআন আদিয়াবাদের ব্যবস্থাপনায় আয়োজিত তফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম ওমরগনি এম.ই.এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেছেন, শীতকালীন দেশের বিভিন্ন অঞ্চলে যেসব তাফসীর মাহফিল অনুষ্ঠিত সমাজে তার ইতিবাচক প্রভাব রয়েছে।

আ ফ ম খালিদ আরো বলেন মানবজাতির ইহ ও পারলৌকিক কল্যাণে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে যেসব নির্দেশনা দিয়েছেন তা জানা ও মানার জন্য তাফসীর অধ্যয়ন অত্যন্ত জরুরী। তাফসীর হলো জ্ঞান ও আমলের অফুরন্ত এক ভাণ্ডার। এ ব্যাপারে গণসচেতনতা তৈরি করতে হবে।

আলহাজ্ব কাজী আজনান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে বক্তৃতা করেন মাওলানা আজিজুল ইসলাম জালালী বি-বাড়িয়া, মাওলানা মোহাম্মদ উল্লাহ কিশোরগঞ্জ, মাওলানা আব্দুল কবির আদিয়াবাদী, মাওলানা মসউদুল রহমান, মাওলানা ইসমাঈল হুসাইন হোসেনপুরী প্রমুখ।

/এসএস

মন্তব্য করুন