ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ হাতকাটা তরুণকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

৭টি দেশীয় অস্ত্র, ৬টি হাতবোমা  ও ১৯বোতল ফেন্সিডিলসহ ঝিনাইদহের শীর্ষ সন্ত্রাসী হাতকাটা তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহে শহরের ব্যাপারীপাড়া এলাকা আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তরুণ হোসেন ওরফে হাতকাটা তরুণকে (৩৪) আটক করে পুলিশ। তরুণ ১৪ মামলার আসামী। একই এলাকার রমজান আলীর ছেলে সে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ব্যাপারীপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুণকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ছয়টি হাত বোমা, ছয়টি ছোরা, একটি চাপাতি ও ১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয় বলে জানায় পুলিশ। ওসি জানান,তরুণের বিরুদ্ধে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

/এসএস

মন্তব্য করুন