

ভাষাহীন নিরব ধিক্কার
আব্দুর রহমান কোব্বাদী
ধর্ষিতা বোনের অসহায় কান্না
অবিরত দংশন করে আমায়
ধর্ষিতা শিশুর নিথর লাশ
ভাষাহীন নিরব ধিক্কার জানায়।
তোমার সম্মুখে সন্তান ধর্ষিতা হবে
ভেবেছো কি কখনো কভু ?
হাজারো আর্তনাদ করুন ফরিয়াদ
কিছুই উপলব্ধি হয় না তবু ?
অসহায় মায়ের বাঁধভাঙ্গা কান্না
মৃত সন্তানের তরে
পাথর হৃদয় গলেনা তোমার
আল্লাহর আরশ নড়ে।
আজ কুকুর প্রাণের যতটুকু মূল্য আছে
মানব সত্তার তা নেই
তুমি কী বন্ধু তবু জাগিবে না?
খুশিতে মাতাল সব হারিয়েই !