ব‌বিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় দু’প‌ক্ষের চারজন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। রোববার (৮ ডিসেম্বর) রাত ৯ টার দি‌কে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন ব‌রিশাল-ভোলা সড়‌কের পা‌শে ঘ‌টে‌ছে এ ঘটনা।

আহতরা হ‌লেন-ছাত্রলীগ নেতা ও গ‌ণিত বিভা‌গের শেষ ব‌র্ষের শিক্ষার্থী ম‌হিউদ্দিন আহ‌মেদ সিফাত, ক্যা‌মিস্ট্রি বিভা‌গের শিক্ষার্থী র‌ফিক হাওলাদার, লোক প্রশাসন বিভাগের রুদ্র দেবনাথ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রদীপ কা‌ন্তি।

অপর‌দি‌কে আহত র‌ফি‌কের সহপাঠীরা জানায়, ক্যাম্পা‌সে মি‌ছিল করা‌কে কেন্দ্র ক‌রে দ্ব‌ন্ধের জের ধ‌রে র‌ফি‌কের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মোট চারজন আহত হন। তাদের কে ভ‌র্তি করা হয়।

উল্লেখ্য, ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য় প্র‌তিষ্ঠার পর থে‌কে এ পর্যন্ত ছাত্রলী‌গের কোন ক‌মি‌টি গঠন করা হয়‌নি। ত‌বে ছাত্রলী‌গের প‌ক্ষে মি‌ছিল সমা‌বেশ হয় প্রায়ই। নেতৃত্ব যাবার বাসনা থে‌কে আগ্রহী‌দের ম‌ধ্যে প্রায়ই ছোট খা‌টো দ্বন্দ্ব লে‌গে থা‌কে। এরই ধারাবাহিকতায় ঘ‌টে‌ছে আজ‌কের এ ঘটনা।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, মারামারির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আই.এ/

মন্তব্য করুন