মামুনুল হক-আইয়ুবী ও মিছবাহ’র উপস্থিতিতে প্রাণবন্ত ইসলামী বইমেলা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

আল্লামা মামুনুল হক, খালেদা সাইফুল্লাহ আইয়ূবী ও মুফতী হাবিবুর রহমান মিছবাহ’র উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে বাইতুল মোকাররমে চলমান ইসলামী বইমেলা।

ইসলামী বইমেলায় দেশের জনপ্রিয় তিন ওয়ায়েজ, ছবি: মুহসিন মোল্লা

আজ রোববার বিকেলে বাইতুলে মোবাররমে ইসলামী বইমেলায় উপস্থিত হয়েছিলেন সময়ের আলোচিত তিনি বিশিষ্ট তরুণ আলেম শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ও মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, শায়খ আহমদুল্লাহ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ, হাসিব আর রহমানসহ তরুণ আলেম, লেখক, অনলাইন এক্টিভিস্ট প্রমুখ।

বইমেলার শেষদিকে এসে দেশের জনপ্রিয় তিন দায়ী আলেমের উপস্থিতিতে ইসলামী বইমেলায় বাড়তি আমেজ ও কৌতুহল সৃষ্টি হয় মেলায় আগত পাঠ-দর্শক ও লেখক-প্রকাশকদের মধ্যে। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন বক্তাত্রয়ী।

তিন প্রিয় বক্তাকে বইমেলায় পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে ভক্ত শ্রোতাদের মাঝে

ইলমী খেদমতের পাশাপাশি তারণ্যদীপ্ত এই তিন আলেম ওয়াজের ময়দানে বক্তা বা দায়ী হিসেবে সারাদেশে সুপরিচিত। দেশের অন্যতম শীর্ষ তিন পরিচিত মুখ ওয়ায়েজকে ইসলামী বইমেলায় পেয়ে পাঠকদেরও উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়।

প্রসঙ্গ, রবিউল আউয়াল উপলক্ষে গত ৯ নভেম্বর শনিবার বাইতুল মোকাররমে ইসলামী বইমেলা শুরু হয়। ধর্মসচিব মোঃ আনিছুর রহমান মেলার উদ্বোধন করেন। মেলায় ৬১ টি স্টল অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টাথেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলে। আগামীকাল ৯ ডিসেম্বর এ বইমেলা শেষ হওয়ার কথা রয়েছে।

/এসএস

মন্তব্য করুন