আমিই ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু: ট্রাম্প

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমিই ইসরাইর সবচেয়ে ভালো বন্ধু।’ শনিবার ফ্লোরিডায় ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইহুদি ধনকুবেররা উপস্থিত ছিলেন।  যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে ইহুদিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘ইহুদি রাষ্ট্রটি হোয়াইট হাউসে আপনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে ভালো কাউকে এর আগে কখনও পায়নি।’

ইতোপূর্বে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে ইহুদিরা ভুল করেছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা তুলে ধরেন।

ট্রাম্প বলেন, আপনাদের অনেকেই ওবামার জন্য নির্বাচন করেছিলেন। কোনও একদিন আপনারা আমাকে এর ব্যাখ্যা দেবেন। কারণ আমি মনে করি না যে, তারা ইসরাইলকে খুব বেশি পছন্দ করে।

আই.এ/

মন্তব্য করুন