

শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলের কালিয়ায় তামান্না খাতুন (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোররাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত তামান্না উপজেলার চাচুড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শিপন শেখের স্ত্রী।
হত্যাকান্ড ঘটার পর তামান্নার স্বামী শিপন, শ্বশুর রব্বেল শেখসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র চলে গেছেন।
নিহতের পিতা নড়াইল সদর উপজেলার খড়রিয়া গ্রামের আকতার মোল্যা জানান,তার মেয়ে তামান্নাকে দু’বছর আগে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের রব্বেল শেখের ছেলে শিপন শেখের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই শিপন তার মেয়েকে সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া,মারপিটসহ শারিরিক ও মানষিক নির্যাতন চালাতো। শুক্রবার রাত ১২টার দিকে মেয়ে তামান্না মোবাইলে জানায় মাছ কাটাকে কেন্দ্র করে তার স্বামী, শ্বাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা মিলে বেধড়ক মারপিট করেছে। পরে শনিবার সকালে খবর পাই তামান্না মারা গেছে।
স্থানীয় পুরুলিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, নিহত তামান্না ও তার স্বামী শিপনের ঝগড়া-কলহের সালিশ আমি কয়েকবার করেছি। সালিশ মধ্যস্থতার পরও তাদের মধ্যেকার ঝগড়া-কলহের মীমাংসা হয়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর হত্যাকান্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে ওসি জানান।
/এসএস