ভারতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ৯

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

ভারতে একটি বাস এক স্টেশনারি ট্রাককে ধাক্কা দেওয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ৯ বাসযাত্রী নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এখবর দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের রেবা জেলা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এক সড়কে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি সিধি জেলার দিকে যাচ্ছিল। জানা গেছে, বাসটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এর ফলেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন দশজন। তারা এখন জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এ দিকে এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আই.এ/

মন্তব্য করুন