রাশিয়ায় সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ১৫

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

রাশিয়ার একেবারে উত্তরাঞ্চলে সেতু দিয়ে যাওয়ার সময় একটি বাস নদীতে পরে ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির সরকারি সূত্র ও বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রোববারের (১ডিসেম্বর) ওই দুর্ঘটনা সম্পর্কে রয়টার্সকে একজন বলেছেন, ‘অন্তত ১৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে ওই বাস দুর্ঘটনায়।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাসটি স্টেরটেনস্ক শহর থেকে শিটা শহরের অভিমুখে যাচ্ছিল।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬ হাজার ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত কুয়েঙ্গা নদীর উপর নির্মিত সেতু দিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে চালকসহ মোট ৪৪ জন যাত্রী ছিলেন। তবে এখনো কারও মৃত্যুর খবর জানায়নি মন্ত্রণালয়।

আই.এ/

মন্তব্য করুন