আমেরিকার সঙ্গে আলোচনা নিয়ে এখন মন্তব্য নয়: তালেবান

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

আফগানিস্তান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমেরিকার সঙ্গে আবারও আলোচনা শুরু করা হবে কিনা তা বলার সময় এখনও আসেনি। তালেবান খুব শিগগিরই এ বিষয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে তিনি জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে গোপনে আফগানিস্তান সফর করেন এবং বাগরামে মার্কিন সেনাঘাঁটিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেন।

এ সময় তিনি তালেবানের সঙ্গে আবারও আলোচনা শুরুর কথা জানান। তালেবান একটি সমঝোতায় পৌঁছাতে চায় বলে তিনি দাবি করেন। তালেবানের সঙ্গে নয় দফা আলোচনার পর গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ট্রাম্প ওই প্রক্রিয়া বন্ধ ঘোষণা করেন।

এদিকে, কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, তালেবান দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের কথা স্বীকার করেছে। তবে তা আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেবে কিনা তা স্পষ্ট নয়।

আফগান সরকার প্রথম থেকেই তালেবানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়ে আসছে, তবে তালেবান বলেছে তারা সরকারের সঙ্গে কোনো আলোচনা করবে নাঅ

আই.এ/

মন্তব্য করুন